ই-মেইল ফিডব্যাক আকিজ অনলাইন (ক্লাউড) ইমেইল সিস্টেম-এ আপনাকে স্বাগতম ! আপনি কি আকিজ গ্রুপের যেকোনো একটি সিস্টার কনসার্ন এর একজন এমপ্লয়ি ? *হ্যাঁনাআপনার নাম *আপনার অফিসিয়াল ইমেইল এ্যাড্রেস *আপনার অফিসিয়াল ফোন নাম্বার *দুঃখিত ! এই ফিডব্যাক ফরম-টি শুধুমাত্র আকিজ কোম্পানি'সমূহের এমপ্লয়িদের জন্য । দয়া করে প্রস্থান করুন । আপনি আকিজ কোম্পানি'র এমপ্লয়ি না, কিন্তু আকিজ কোম্পানি'তে ইমেইল পাঠাতে গিয়ে ব্যার্থ হয়েছেন ? তাহলে আপনিও ফিডব্যাক পাঠাতে পারেন । আপনার নাম *আপনার ইমেইল এড্রেস *ফিডব্যাক এর ধরন নির্বাচন করুন *ইমেইল একাউন্ট-এ কিভাবে লগইন করবো ?ইমেইল পাসওয়ার্ড ভুলে গেছি, অথবা নতুন পাসওয়ার্ড চাইইমেইল সেন্ড / রিসিভ সমস্যা (মেইল বাউন্স বা রিজেক্ট হচ্ছে)একজন সেন্ডার আমাকে মেইল পাঠিয়েছে কিন্তু ইনবক্স-এ পাচ্ছি নাআমি মেইল পাঠিয়েছি সাকসেসফুলি, কিন্তু রিসিপিয়েন্ট বলছে তার ইনবক্স-এ যায়নিআমি ইমেইল মার্কেটিং করতে চাচ্ছি, কিন্তু অধিকহারে মেইল পাঠাতে গেলে রিজেক্ট হচ্ছেওয়েবমেইল সেটিংস/প্রোফাইলে একটি ফিচার চাই, অথবা ইমেইল সিস্টেম সম্বন্ধে আমার কিছু কমেন্ট আছে ভিজিট করুন webmail.akijonline.comলগইন পেজে আপনার ইমেইল এড্রেস ও পাসওয়ার্ড দিয়ে [Log in] বাটন ক্লিক করুন নিচে প্রদত্ত [OK / Send Feedback] বাটনে ক্লিক করুন আপনার অফিসিয়াল মোবাইল নাম্বারে SMS করে ইমেইল পাসওয়ার্ড পাঠানো হবে । সাধারনত স্প্যাম কনটেন্ট (বা এ্যাডভারটাইজিং কনটেন্ট) এর কারনে মেইল বাউন্স করতে পারে অথবা সেন্ড করার সময়ই রিজেক্ট হতে পারে ! রিসিপিয়েন্ট এর (যার কাছে মেইল গিয়েছে/যাবে/এসেছে) ইমেইল এড্রেস, এবং সেন্ডার এর (যে মেইল পাঠিয়েছে/পাঠাবে) ইমেইল এড্রেস নিম্নে লিখুন এবং [OK / Send Feedback] বাটন ক্লিক করুন । আমরা সমস্যা'টি দেখবো এবং আপনাকে রিপ্লাইয়ে জানাবো ।রিসিপিয়েন্ট এড্রেস (To address) *সেন্ডার এড্রেস (From address) * ন্যূনতম পাঁচ মিনিট অপেক্ষা করে আবার চেক করুন । অথবা ওয়েবমেইল এর Spam/Junk ফোল্ডার চেক করুন ।ইমেইল লিস্ট এর সরটিং ঠিক নেই । ভিজিট করুন https://emailfeedback.akijonline.com/email-list-sorting/ এবং জেনে নিন ওয়েবমেইল সেটিংস থেকে কিভাবে ইমেইল লিস্টিং ঠিক করতে হয় । রিসিপিয়েন্ট'কে বলুন পাঁচ মিনিট অপেক্ষা করে আবার চেক করতে । এবং তার Spam/Junk ফোল্ডার চেক করে দেখতে বলুন ।বারংবার চেক করার পরও যদি আপনার রিসিপিয়েন্ট বলে যে মেইল'টি সে পায়নি, তাহলে নিম্নে তার ইমেইল এড্রেস দিয়ে [OK / Send Feedback] বাটনে ক্লিক করুন । রিসিপিয়েন্ট এর ইমেইল এড্রেস * দয়া করে আপনার ওয়েবমেইল ব্যাবহার করে বাল্ক ইমেইল সেন্ড করবেন না ! ওয়েবমেইল প্লাটফর্ম'টি হচ্ছে সাধারনভাবে ব্যাবহার করার জন্য একটি ট্রানজেকশনাল মেইল প্লাটফর্ম। ওয়েবমেইল থেকে প্রমোশনাল/মার্কেটিং মেইল পাঠানো ঠিক নয় !কাস্টমারের সাথে যোগাযোগে অবশ্যই আপনি ওয়েবমেইল ব্যাবহার করবেন, কিন্তু নতুন কাস্টমার পেতে অজানা/অচেনা অনেক রিসিপিয়েন্ট'কে একসাথে/একসময়ে বাল্ক ইমেইল পাঠাবেন না !মনে রাখবেন, আমাদের ওয়েবমেইল সিস্টেম'টি আপনাকে প্রতি ঘন্টায় ছয়টি মেইল পাঠানোর অনুমতি দেয় ।বাল্ক কোয়ান্টিটি'র প্রমোশনাল/মার্কেটিং মেইল পাঠাতে চাইলে আগে আই.টি টিম এর সাথে যোগাযোগ করুন । আই.টি ডিপার্টমেন্ট-কে আপনার কমেন্ট পাঠান *OK / Send Feedback